ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ নাটােরে কর্তব্য পালনে অবিচল থাকার প্রত্যয়ে আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মিলনায়তনে নাটোর সদর উপজেলা আনসার ও ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত হয়।
নাটোর সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জগলুল আরেফিন এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র জেলা কমান্ডার মোহাঃ শফিকুল আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম ও নাটোর থানার ওসি নাছিম আহম্মেদ।
সমাবেশে বক্তারা বলেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, মুজিবনগর সরকার প্রতিষ্ঠাকালীন আনসার ও ভিডিপি’র সদস্যবৃন্দ অনন্য ভূমিকা পালন করেছেন। বর্তমানে দেশের শান্তি-শৃংখলা প্রতিষ্ঠা এবং উন্নয়ন কার্যক্রমে এই বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সুশৃংখল এই বাহিনী যে কোন প্রয়োজনে সক্রিয় ভূমিকা পালন করে যাচ্ছে।
অনুষ্ঠানে উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কর্মরত শ্রেষ্ঠ আনসার ও ভিডিপি সদস্যবৃন্দকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।