ইমাম হাছাইন পিন্টু, নাটোর॥ কাতারে বসছে ফিফা বিশ্বকাপ ফুটবলের জমকালো আসর। কাঁপছে পুরো দেশ। প্রতিটি জেলায় জেলায় সমর্থকদের মধ্য শুরু হয়েছে আনন্দ-উল্লাস। অনেক জায়গায় সমর্থকরা পতাকা তৈরির প্রতিযোগিতাও শুরু করেছেন। চলছে প্রিয় দলের প্রতি ভক্ত-সমর্থকদের বাড়তি উন্মাদনা। তারই ধারাবাহিকতায় প্রিয় দল আর্জেন্টিনাকে শুভকামনা জানিয়ে নাটোরের সিংড়ায় আনন্দ শোভাযাত্রা বের করেছে সমর্থক ও ভক্তরা।
রোববার(২০ নভেম্বর) বিকেলে সিংড়া কোর্ট মাঠ থেকে আর্জেন্টিনা সমর্থকরা পতাকা নিয়ে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে। এসময় স্লোগানে মুখরিত থাকে সমর্থকরা।
শোভাযাত্রায় প্রায় ১ হাজার আর্জেন্টিনা ভক্ত ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসেন। তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা, আর্জেন্টিনার পতাকাসহ বিভিন্ন ব্যানার দেখা যায়।