ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করছেন জেলা প্রশাসক (ডিসি) মো. শামীম আহমেদ। বুধবার দুপুরে সিংড়া পৌরসভার শোলাকুড়া মহল্লায় গাড়ি থেকে নেমে অসহায় ও খেটে খাওয়া মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন তিনি। পরে সোহাগবাড়ি চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন জেলা প্রশাসক।
এসময় সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার, সমাজসেবা কর্মকর্তা আতিকুর রহমান ও চলনবিল প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আঞ্জুমান আরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক (ডিসি) মো. শামীম আহমেদ বলেন, শীতে অসহায় ও খেটে খাওয়া মানুষের যেন কষ্ট না হয়, সেজন্য শীতবস্ত্র বিতরণ করছি। শীতকালব্যাপী এই কর্মসূচি চলমান থাকবে। সমাজের বিত্তবানদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহ্বান জানান জেলা প্রশাসক।