এনামুল কবীর এনাম বদলগাছী, নওগাঁ॥ নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড় পুর বৌদ্ধ বিহার টি নিরাপত্তা শঙ্কায়,থানায় সাধারণ ডাইরি নেই শরনার্থীদের নিরাপত্তা।আইনের আওতায় কাষ্টডিয়ানের থানার সাধারণ ডাইরি সুত্রে জানা গেছে ।
জানা যায়, নওগাঁ জেলার বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার টি নিরাপত্তা ব্যবস্থার জন্য সরকারি অর্থায়নে বৌদ্ধ বিহারের চারি পার্শ্বে ইটের প্রাচীর নির্মান করে সুন্দর্য নিরাপদ আশ্রয়ের বেষ্টনীর লক্ষে গ্রিল লাগানো হয়েছে।
কিন্তু দুঃখের বিষয় রাতের অন্ধকারে কে বা কাহারা বৌদ্ধ বিহারের উওর ও পশ্চিম দিকের প্রাচীরের গ্রিল কেটে ভেঙে নিয়ে গেছে, যাওয়ার কারণে বৌদ্ধ বিহারের নিরাপত্তা ব্যবস্থার শঙ্কা দেখা দিয়েছে বলে কাষ্টডিয়ান কর্মকর্তা ফজলুল করিম আরজু সাধান ডাইরিতে উল্লেখ করেছেন ও সাংবাদিকদের বলেন।
তিনি বলেন গ্রিল গুলো রাতের অন্ধকারে কেবা কাহারা নিয়ে যাচ্ছে দেখার উপায় নেই, মর্মে নিরাপত্তা সঙ্কাজনক বলে গত ১৩ ডিসেম্বর বদলগাছী থানায় একটি সাধারণ ডাইরি করেছি, যাহার ডাইরি নম্বর ৬০৬।
তিনি জিডিতে উল্লেখ করেছেন, পাহাড় পুর বৌদ্ধ বিহার টি বাংলাদেশ সরকারের একটি গুরুত্বপূর্ণ সংরক্ষিত পুরাকির্তী, এবং ইউনেসকোর ঘোষিত বিশ্বের ঐতিহ্যের তালিকা ভুক্ত দেশের প্রত্নতাত্বিক নিদর্শন।
সপ্তম ও অষ্টম শতকের ইতিহাসের ঐতিহ্য সম্বলিত সাংস্কৃতিক সভ্যতার স্বাক্ষী ও নিদর্শন। এখানে হাজার বছরের প্রত্নত্যাত্বিক নিদর্শন রয়েছে বৌদ্ধ বিহার যাদুঘরে। এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী সহ দেশী-বিদেশি পর্যটক ও এমপি, মন্ত্রী, সরকারি কর্মকর্তাগন বৌদ্ধ বিহারে বেড়াতে আসেন। তাদের নিরাপত্তা শংকাজনক হয়ে পড়েছে।
স্হানীয় কতিপয় এলাকাবাসীর কাছে জানতে চাইলে, তিনারা বলেন মাদক সেবন কারিরা ছাড়া কেউ ঐসমস্ত কাজ করতে পারেনা। পাহাড়পুর ইউনিয়ন জাতীয় পার্টির সহ সভাপতি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নুর ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, নিশায় আসক্ত ছেলেরা বৌদ্ধ বিহারের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলার বিঘ্নতা ঘটায়।
এ বিষয়ে মোবাইল ফোনে আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান প্রতিদন্দি প্রার্থী আঃ আলিম বলেন মাদক সেবন কিছু ছেলেরা বৌদ্ধ বিহারে কিছু সমস্যা সৃষ্টি করে থাকে শুনি কিন্তু দুঃখ জনক হলেও সত্য স্হানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয় গুলো আমলে নেন কি না।
বদলগাছী থানা ইনচার্জ ওসি আতিয়ার রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি বৌদ্ধ বিহারের সাধারণ ডাইরি বিষয় টি প্রয়োজনিয় আইন গত সঠিক ব্যবস্হা গ্রহনের নির্দেশ করেছি পাহাড় পুর পুলিশ ফাঁড়িকে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক জন স্বচেতন মহল সাংবাদিকদের বলেন, বৌদ্ধ বিহারের পরিবেশ দিন দিন নষ্ট করছে কিছু মাদকাসক্ত তরুণেরা। এমন কি বেড়াতে আসা বিভিন্ন ছেলে মেয়েদের প্রতি অমানবিক জুলুম করেন , যাহা স্হানীয় ভাবে করা অমানবিক নিষ্ঠুরতা।
টুরিস্ট পুলিশের কতিপয় সদস্য বলেন, চারি দিকে ভালো নিরাপত্তা ব্যবস্থা না থাকায় অনেক অনেক ঝুুঁকিতে হিমসিম খেতে হয়। পাহাড় পুর বৌদ্ধ বিহারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের উর্ধতন কতৃপক্ষের নেক দৃষ্টি ও নেক সহায়তা কামনা করেন কাষ্টডিয়ান কর্মকর্তা ফজলুল করিম আরজু।