মোঃ আনোয়ার হোসেন ডিমলা, নীলফামারী॥ গত ১লা জানুয়ারি নববর্ষের শুভেচ্ছা হিসেবে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের রেজিষ্ট্রেশন নং- রাজঃ২২০ এর বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত ডিমলা উপকমিটি ৩ বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।
উপকমিটির উপদেষ্টা হলেন: ১। বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার সংসদ সদস্য, নীলফামারী-১, ২। আনোয়ারুল হক সরকার মিন্টু, সাধারণ সম্পাদক, আওয়ামী লীগ, ডিমলা উপজেলা শাখা ৩। ফেরদৌস পারভেজ, জেলা পরিষদ সদস্য, নীলফামারী
কার্য নির্বাহী উপকমিটি: ১। হাবীবুর রহমান খান লোহানী ২। মাহাবুব ইসলাম, কার্যকরী সভাপতি ৩। বীর মুক্তিযোদ্ধা আজিজুল ইসলাম, সহ-সভাপতি, ৪৷ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক, ৫। চাঁদ মিয়া,যুগ্ম সম্পাদক, ৬। সফিউল আলম, সহ সম্পাদক ৭। জবেদ আলী, কোষাধ্যক্ষ ৮। চিত্তরঞ্জন রায়, দপ্তর সম্পাদক ৯। মুশফিকুর রহমান (রিপন) সাংগঠনিক সম্পাদক ১০। মমিনুর রহমান (দিলীপ) সড়ক সম্পাদক (০১) ১১। সিদ্দিকুর রহমান (কিনু)সড়ক সম্পাদক (০২) ১২। দিলীপ কুমার দাস, সমাজকল্যাণ সম্পাদক ১৩। মহিকুল ইসলাম (মানিক) প্রচার সম্পাদক ১৪। হামিদুল ইসলাম, ক্রীড়াসম্পাদক ১৫। মতিউর রহমান সাংস্কৃতিক সম্পাদক ১৬। ধনেশ কুমার রায় কার্যকরী সদস্য ১৭। সাধন কুমার সিং, ১৮। জিতেন্দ্রনাথ রায়কে কার্যকরী সদস্য করে একটি পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়।
কমিটি অনুমোদন করেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সৈয়দপুর, নীলফামারী এর সাধারণ সম্পাদক, আলতাফ হোসেন।