![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
পঞ্চগড় প্রতিনিধি :
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার জুগিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শামসুন্নাহারের স্কুলে যোগদানকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীরা ক্লাস বর্জন করেছেন। রোববার (২ ফেব্রুয়ারী) ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরাও এর প্রতিবাদ করেন।
জানা গেছে, কিছুদিন আগে শামসুন্নাহার ওই স্কুলেই সহকারী শিক্ষিকা থাকাবস্থায় স্লিপের টাকা আত্মসাতের সহযোগিতা এবং স্কুলের ক্লাস রুমেই আবাসিক বিশ্রামাগার তৈরী করার অভিযোগে এলাকাবাসী প্রতিবাদ করেছিলেন। এরই পেক্ষিতে কর্তৃপক্ষ তাকে ডেপুটেশনে দিয়েছিলেন। সরকারীভাবে প্রজ্ঞাপন জারী হওয়ার পরে ৯ জানুয়ারীতে তার যোগদান করার কথা ছিলো। কিন্তু সেমসয় যোগদান না করে ফেব্রুয়ারির ২ তারিখে তিনি ঐ স্কুলেই যোগদান করেন। তিনি যোগদান করার কারণে এলাকাবাসী প্রতিবাদ এবং ছাত্রছাত্রীরা ক্লাস বর্জন করেন।
এ বিষয়ে স্কুলের সাবেক সভাপতি অনিল চন্দ্র বর্মন বলেন, নৈতিকতা না থাকায় শাস্তিস্বরূপ তাকে ডেপুটেশনে দিয়েছিলো। টিও মাসুদ রানাকে ম্যানেজ করে ৯ তারিখে তার যোগদান করার কথা থাকলেও ২ তারিখে তিনি যোগদান করেছেন। ৯ তারিখ থেকে তিনি গোপনে হাজিরা খাতায় একদিনে উপস্থিতির সাক্ষর করেছেন।
এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা বলেন, তিনি অনলাইনে বদলীর আবেদন করেছেন। ১০/১২ তারিখের মধ্যে সব প্রসেস হয়ে যাবে। আমরা অভিভাবকদের বলেছি, তিনি যদি এতই খারাপ হয়ে থাকে, তিনি চলে যাবে। ম্যানেজ করার বিষয়ে তিনি বলেন, আমাকে কেউ কখনো কিনতে পারেনি। কেউ এক কাপ চা’ও খাওয়াইতে পারেনি। আমি সততার সাথে দায়িত্ব পালন করি।