
মোঃ আবদুল আলিম, পটুয়াখালী প্রতিনিধি॥পটুয়াখালীতে আইন পরীক্ষার কেন্দ্র বহাল রাখার দাবীতে মানব বন্ধন করেছেন পটুয়াখালী আইন মহাবিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী বৃন্দ।
আজ ২০/১২/২০২২ তারিখ মঙ্গলবার পটুয়াখালী আইন মহাবিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ তাদের পরীক্ষা কেন্দ্র পটুয়াখালীতে রাখার দাবীতে এ মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
প্রতিবেদন সংগ্রহ করতে গিয়ে জানা যায় যে, প্রায় দুই যুগ ধরে পটুয়াখালী আইন কলেজে পড়ুয়া ছাত্র-ছাত্রীদের সকল পরীক্ষা সমূহ পটুয়াখালী সরকারী বিশ্ববিদ্যালয়ে কলেজে অনুষ্ঠিত হয়ে আসছে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রন কর্তৃপক্ষ অত্র আইন পরীক্ষার কেন্দ্রটি বরিশালে স্থানান্তরের সিদ্ধান্ত প্রদান করে পটুয়াখালী কলেজ কর্তৃপক্ষের কাছে চিঠি প্রদান করে। চিঠিতে বলা হয়েছে অত্র কলেজের অনুষ্ঠিতব্য আগামী সকল পরীক্ষা বরিশাল কেন্দ্রে অনুষ্ঠিত হবে। যার প্রতিবাদে পটুয়াখালী আইন মহাবিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রী বৃন্দ স্থানীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন।
সমাবেশে বক্তারা বলেন,পটুয়াখালী একটি বহু নদ-নদী বেষ্টিত বড় জেলা, এখানের মানুষ বেশীর ভাগই গরিব ও অসহায়। এই গরিব বাবার সন্তানেরা অনাহারে অর্ধাহারে থাকে অনেক কষ্টে শিক্ষা, বিশেষ করে উচ্চ শিক্ষা গ্রহন করেন। পটুয়াখালীতে পরীক্ষা কেন্দ্র থাকায় তাদের থাকা খাওয়া ও পরিবহন খরচ অনেক কম লাগে। কিন্তু কেন্দ্রটি বরিশালে স্থানান্তর করা হলে এই বৃহৎ সংক্ষক ছাত্র-ছাত্রীগনের পক্ষে বরিশালে গিয়ে পরীক্ষা দেওয়ার জন্য যে পরিমান খরচ প্রয়োজন হবে তা ব্যায় করা অসম্ভব হয়ে পড়বে এমনকি অনেকে এই ব্যায় বহন করতে না পেরে পড়া লেখা ছেড়ে দিতে বাধ্য হবে। তা ছাড়া নারী শিক্ষার্থীদের ভোগান্তি তো আছেই।
এই সকল বিষয় বিবেচনায় রেখে আইন পরীক্ষার কেন্দ্রটি যাতে পটুয়াখালী থেকে বরিশালে স্থানান্তর করা না হয়, সে জন্য মাননীয় প্রধান মন্ত্রী, শিক্ষামন্ত্রী ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের কাছে বিনীতভাবে প্রার্থনা করেন।