মোঃ ফিরোজ আহমেদ পাইকগাছা॥ খুলনার পাইকগাছা মসজিদের ছাদ থেকে অস্ত্র-গুলি সহ জিহাদী বই উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ১৪ ডিসেম্বর বুধবার সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার চাঁদখালী ইউপি’র ধামরাইল উত্তরপাড়া জামে মসজিদের ছাদের উপর থেকে চটের ব্যাগে মোড়ানো অবস্থায় দেশীয় তৈরী ২টি বন্দুক, ২ রাউন্ড বন্দুকের তাজা গুলি ও বালতি ভর্কি ৮ টি হাত বোমা, লিপলেট সহ জিহাদী বই উদ্ধার করা হয়। এ সময় ওসি মোঃ জিয়াউর রহমান, এসআই আনজীর হোসেন, চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস উপস্থিত ছিলেন। এ ঘটনায় এখনো পর্যন্ত এ কেউ গ্রেপ্তার হয়নি।
এ বিষয়ে ওসি মোঃ জিয়াউর রহমান বলেন, স্থানীয়দের তথ্যের ভিত্তিতে এসব অস্ত্র-গুলি ও জিহাদী বই উদ্ধার হয় । তিনি আরোও বলেন, কোন সন্ত্রাসী দল বা বাহিনী নাশকতা বা খারাপ কাজে এসব অস্ত্র-গুলি জড়ো করেছিল কিনা তা অনুসন্ধানে পুলিশ তৎপর রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল।