উজ্জল হোসেন প্রধান, ঈশ্বরদী-পাবনা॥ পাবনার ঈশ্বরদীর মশুরিয়া পাড়া এলাকায় ভাটাপারা মসজীদুল নাযাত জামে মসজীদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে।
(শুক্রবার) ২ ডিসেম্বর বাদ জুম্মায় মশুরিয়া পাড়া এলাকায় ভাটাপারা মসজীদুল নাযাত জামে মসজীদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামীলীগ উপ কমিটির তথ্য ও গবেষনা বিষয়ক সদস্য জনাব সাকিবুর রহমান শরীফ কনক।
এ সময় ভাটাপাড়া মসজীদুল নাযাত জামে মসজীদ কমিটির সভাপতি মোঃ আজিজুল প্রাঃ,সাধারন সম্পাদক হাসমত আলী,যুবলীগ নেতা সালাম মোল্লা,মিন্টু মিয়া,পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক মারুফ হাসান,দাশুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়ারুল ইসলামসহ উক্ত এলাকার মুরব্বি ও মুসল্লীরা উপস্থিত ছিলেন।
মসজীদের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর শেষে পেশ ইমাম সাইদুল কবির দোয়া ও মোনাজাতের মধ্যে দেশ, জাতি ও সমাজের কল্যাণে কাজ করা প্রয়াত ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু মহোদয়ের অবদান তুলে ধরে তার রুহের মাগফিরাত কামনা করেন। আটঘরিয়া-ঈশ্বরদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজে ও সাধারণ মানুষের পাশে কেন্দ্রীয় নেতা কনক শরীফের অংশগ্রহন ও অবদানের কথা তুলে ধরে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করেন।
মোনাজাত শেষে মুসল্লীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।