সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী আরবিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার ফিরোজের বিরুদ্ধে পাবলিক জমি জোরপূর্বক দখলের অভিযোগে আদালতে মামলা দায়ের হয়েছে। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন, এবং তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে।
পূর্ব কৈখালী গ্রামের বাসিন্দা মোমিন শেখ অভিযোগ করেন, তার কবলাকৃত ও দখলীয় জমির পাশে কৈখালী আরবিজিবি ক্যাম্প অবস্থিত। পূর্বে ক্যাম্পের প্রয়োজনে তৎকালীন সুবেদার লিয়াকতের মাধ্যমে নোটারি এফিডেভিটের মাধ্যমে ১ বিঘা জমি লিজ দেওয়া হয়েছিল। কিন্তু চলমান দেওয়ানি মামলা (নং ২১৬/২৪) এবং আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও কমান্ডার ফিরোজ অবশিষ্ট ২ বিঘা ৫ কাঠা জমি জোরপূর্বক দখলের চেষ্টা করছেন।
মোমিন শেখ জানান, ২৬ আগস্ট ২০২৫ বিকেল ৫টার দিকে কমান্ডার ফিরোজ স্থানীয় কয়েকজনকে সঙ্গে নিয়ে তার জমিতে নেট টেনে ঘেরাও করেন। বাধা দেওয়ার সময় তার স্ত্রী ও কন্যাকে উপেক্ষা করা হয়। জমিতে চাষাবাদে বাধার কারণে তিনি এখন পরিবার নিয়ে চরম মানবেতর জীবনযাপন করছেন।
মোমিন শেখ বলেন, “আমি একজন অসহায় মানুষ। এই জমি চাষ করে আমার জীবিকা নির্বাহ হয়। জোর করে জমি দখলের কারণে আমি ও আমার পরিবার মানবেতর জীবনযাপন করছি। আইনের আশ্রয় নিতে আমি আদালতের দ্বারস্থ হয়েছি।”
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম জানান, “ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইনের আওতায় মামলা দায়ের করা হয়েছে। বিজ্ঞ আদালত সাতক্ষীরা পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে কোম্পানি কমান্ডার ফিরোজ বলেন, “মন্তব্য নেওয়ার জন্য বারবার ফোন দেওয়ার দরকার নেই। যা হয়েছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তা জানেন। মামলার বিষয়টিও তারা দেখবেন।”




















