
এ এম ফাহাদ (খাগড়াছড়ি)॥ পাহাড় কাটার উপর নিষেধাজ্ঞা থাকা সত্তেও খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের নবীনগর এলাকায় দিন দুপুরে পাহাড় কেটে প্রতিবেশীকে ঝুঁকিতে ফেলে পাহাড় কর্তন করে আসছে মোঃ শামসুল হকের ছেলে জনি ও সাদ্দাম।
তারা দীর্ঘ দিন যাবৎ উচু পাহাড় কর্তন করে আসছে। তাদের এই পাহাড় কর্তনের কারনে পাহাড়ের উপরে থাকা শফিকুল ইসলামের বসত ভিটি ধসে পড়ছে। শফিকুল ইসলাম একজন অসহায় ও দিনমজুর। তার এই ঘরটি ধসে পড়লে তার থাকার আর জায়গা নাই।
ঘটনা স্থলে গিয়ে জানা গেছে, তারা দীর্ঘদিন যাবৎ পাহাড় কর্তন করে আসছে। শফিকুল ইসলাম তাদের পাহাড় না কাটতে বললে শফিকুল ইসলামকে হুমকি ধমকি দিয়ে আসছে। তাছাড়া প্রশাসনকে অমান্য করে বিভিন্ন প্রকার কুরুচি মন্তব্য করে পাহাড় কেটে আসছে সে।
শফিকুল এলাকার কাউন্সিল সহ সমাজ কমিটিকে বিচার দিলে কোন প্রকার বিচার পাইনি সে। ৯৯৯ এ কল দিয়েও কোন প্রকার আইনের আশ্রয় মিলেনি শফিকুলের।
শফিকুল আরো জানান আমি গণমাধ্যম কর্মীদের ধারপ্রান্ত হলে তারা আমাকে গলা ধাক্কা ও বিভিন্ন ভাবে হেনেস্তা করে। এমতা অবস্থায় আমি কোন উপয়ান্তর না পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নিকট এর সুবিচার সহ আইনের আশ্রয় আশা করছি।