এনামুল হক ছোটন॥ ময়মনসিংহের ইউনিক প্রগ্রেসিভ স্কুলের বার্ষিক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নগরীর বাতিরকল সংলগ্ন প্রতিষ্ঠান প্রাঙ্গনে ইউনিক প্রগ্রেসিভ স্কুলের দিবা শাখার ছাত্রদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ. এম. আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডা. ফারজানা আনার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক ফাহমিদা খান, প্রগ্রেসিভ মডেল স্কুলের প্রধান শিক্ষক জাকিরুল বাসার, সহকারী প্রধান শিক্ষক মোঃ মুজিবুর রহমান, ইউনিক প্রগ্রেসিভ স্কুলের সমন্বয়কারী আকলিমা বেগম।
এছাড়াও অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রেলওয়ে স্টেশন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রফিকুল ইসলাম হামিদী ও বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু ক্যান্টনমেন্ট ঢাকার কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব মুফতি আবদুশ শাকুর। আলোচনা শেষে প্রতিষ্ঠান ও শিক্ষক- শিক্ষার্থীদের সাফল্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এর আগে প্রভাতী শাখার ছাত্রীদের নিয়ে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রমুখ।