এনামুল হক ছোটন, ময়মনসিংহ ব্যুরো প্রধান॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর আমলাপাড়া এলাকায় এক নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবন মালিককে জরিমানা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন (মসিক) এর ভ্রাম্যমাণ আদালত।
১৫ নভেম্বর (মঙ্গলবার) বেলা ১২ টায় মসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাসুদ রানা ডেঙ্গু প্রতিরোধে গৃহীত নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করেন। এ সময় তিনি ভবনমালিককে ১ মামলায় ৩০ হাজার টাকা জরিমানা করেন।
অভিযানকালে উপস্থিত ছিলেন প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মুজমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল, মাসুম সহ প্রমুখ