শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহে মুসামিয়া বুদ্ধি বিকাশ (অটিস্টিক) বিদ্যালয়ে ৩১ তম আর্ন্তজাতিক এবং ২৪ তম জাতীয় প্রতিবন্ধী দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার, ঝিনাইদহ জেলা জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যন দিপ্তি রহমান, ওয়েলফেয়ার এফোর্টসের পরিচালক শরিফা খাতুন, অভিভাবক মোহাম্মদ আলী ও বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মনিরা। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আমিনুর রহমান টুকু।
আলোচনা সভা শেষে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জীবনমান উন্নয়ন ও কল্যানে দোয়া কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন বিদ্যালয়ের মৌলানা শিক্ষক শাহিনুর রহমান। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সুধিজন উপস্থিত ছিলেন।