স্বপন আলী, মেহেরপুর॥ মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ড. মুহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম,সুভিল সার্জন ডাঃ জওয়াহেরুল আনাম সিদ্দিক, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আজমুল হোসেন, জেলা আনসার কমান্ড্যান্ট সাহাদাত হোসেন,সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেল সুপার মোখলেসুর রহমান, মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পক্ষে সুপার ডাঃ জমির মোঃ হাসিবুর রহমান, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক কে এম জাহিদ হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবেস রন্জন রায়, জেলা শিক্ষা অফিসার মাহাফুজুল হোসেন, মুজিবনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান জিয়ারব উদ্দীন বিশ্বাস,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ খালেক,গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি খানম।
এছাড়াও মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক শিরিন নাহার,সড়ক ও জনপদ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান,ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক ক জে এম সিরাজুম মুনীর প্রমূখ। সমন্বয় সভায় সঠিক সময়ে যাতে কৃষকরা কৃষি বীজ পায় তার জন্য জন্য যথাযথ কর্তৃপক্ষকে সজাগ থাকার আহ্বান জানান একইসাথে বিদ্যু ব্যবহারে সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়।