তরিকুল ইসলাম সুজন: যশোরের কোতোয়ালী থানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তি হলেন মোঃ শাহিন (২৫), যার পিতা মোঃ কিসলু কাজী। তার বাসস্থান চাচড়া রায়পাড়া তুলোতলা মোড়, চাচড়া পোস্ট অফিস, কোতোয়ালী থানা, যশোর জেলা।
আজ মঙ্গলবার (০২ সেপ্টেম্বর, ২০২৫) রাত প্রায় ৮টার দিকে যশোর রেললাইন এলাকায় যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে। এসময় মাদক বিক্রেতা মোঃ শাহিনকে আটক করা হয়। তার কাছ থেকে ২৪ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ফোন চেক করলে দেখা যায়, ফোনে অনলাইন জুয়ার অ্যাপ ইনস্টল করা আছে। এই অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
আসামি ও উদ্ধারকৃত মালামাল পরবর্তীতে যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আনুমানিক মূল্য ২১০০ টাকা।
উদ্ধারকৃত মালামাল: ২৪ পুরিয়া গাঁজা, ১টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ১টি বাটন মোবাইল ফোন।




















