বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ | ৩রা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া
  6. এক্সক্লুসিভ
  7. কৃষি বার্তা
  8. ক্যাম্পাস
  9. খেলাধুলা
  10. খোলা কলাম
  11. জাতীয়
  12. তথ্য ও প্রযুক্তি
  13. ধর্ম ও জীবন বিধান
  14. নির্বাচন
  15. প্রবাস

যশোরে যৌথ বাহিনীর অভিযানে বার্মিজ চাকুসহ চারজন আটক

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২১, ২০২৫ ৫:৪৯ অপরাহ্ণ

 

মোঃ তরিকুল ইসলাম সুজন: যশোরের মনোহরপুর বাজার এলাকায় যৌথ বাহিনীর একটি অভিযানে বার্মিজ চাকু, গাঁজা এবং অন্যান্য সামগ্রীসহ চারজন সন্ত্রাসীকে আটক করা হয়েছে। ৫৫ এফ আই ইউ-এর এফ এস কর্পোরাল জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে এফ এস সৈনিক ইমরানের সহায়তায় এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের বিস্তারিত তথ্য অনুসারে, আজ (২১ আগস্ট, ২০২৫) দুপুর ১:২০ টার সময় মনোহরপুর বাজারে অস্ত্র থাকার সংবাদের ভিত্তিতে তল্লাশি চালানো হয়। আটককৃতদের শরীর তল্লাশিতে ২টি বার্মিজ চাকু এবং ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরবর্তীতে প্রধান আসামি মাসুদুজ্জামান সুইটের বাসায় তল্লাশি চালানো হলেও কোনো অস্ত্র বা অবৈধ সামগ্রী উদ্ধার করা যায়নি।

আটককৃতরা হলেন: ১. মাসুদুজ্জামান সুইট (৫০), পিতা: আব্দুল লতিফ, গ্রাম: ইছালি, পোস্ট: হাশিমপুর, থানা: কোতয়ালী, জেলা: যশোর। ২. মোঃ রিপন, পিতা: শওকত বিশ্বাস, গ্রাম: জয়নগড়, পোস্ট: রায়পুর, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর। ৩. মোঃ শাহিনুর রহমান (৪৪), পিতা: মৃত আকবর মোল্লা, গ্রাম: নলডাঙা, পোস্ট: রায়পুর, থানা: বাঘারপাড়া, জেলা: যশোর ৪. মোঃ ফিরোজ, পিতা: মিজান বিশ্বাস, গ্রাম: সড়ংডাঙ্গা, পোস্ট: হাশিমপুর, থানা: কোতোয়ালি, জেলা: যশোর।

উদ্ধারকৃত সামগ্রীসমূহ: বার্মিজ চাকু: ২টি, গাঁজা: ২৫ গ্রাম, মোবাইল ফোন (অ্যান্ড্রয়েড): ৪টি, এয়ার বাট: ১টি।

আটককৃতদের এবং উদ্ধারকৃত সামগ্রীসমূহকে আনুমানিক বিকাল চারটার সময় যশোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। থানা কর্তৃপক্ষের পক্ষ থেকে এ বিষয়ে আরও তদন্ত চলছে।

সর্বশেষ - খেলাধুলা