মাহাবুব আলম, ষ্টাফ রিপোর্টার॥ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় রবিবার (১ জানুয়ারি) জাতীয় পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন বিকালে পৌর শহরের শান্তা কমিউনিটি সেন্টারে উপজেলা জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন কেন্দ্রীয় জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমেদ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের ঠিকাদার, পৌর সভাপতি শামসুল আরেফিন, সাধারণ সম্পাদক রমজান আলী।প্রধান বক্তার বক্তব্য দেন, সাবেক ছাত্রনেতা,শামসু হাবীব বিদ্যুৎ।
এছাড়াও যুব সংহতির সভাপতি, জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক ও পৌর কমিশনার ইসহাক আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক। এসময় বিভিন্ন পদে থাকা নেতা কর্মী বৃন্দ,হাজার জনতা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।