শেরপুর প্রতিনিধি॥ গত ৮ ডিসেম্বর শেরপুর জেলা আওয়ামীলীগের অনুষ্ঠিত সম্মেলন থেকে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কর্তৃক ঘোষিত নতুন সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও নব্বই এর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের অগ্র সৈনিক ছানুয়ার হোসেন ছানু শেরপুর জেলা আওয়ামীলীগে দীর্ঘদিন থেকে ত্যাগি নেতারা দলে স্থান না পাওয়াদের মূল্যায়ন এবং দলকে হাইব্রিড নেতা মুক্ত করতে অঙ্গিকার করে বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আমাকে দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব দিয়েছে যাতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেরপুরের তিনটি আসনই তার হাতে তুলে দিতে পারি। এছাড়া দেশের ৬৪ জেলার মধ্যে ৬৩ জেলাতেই আওয়ামীলীগের স্থায়ী কার্যালয় থাকলেও শেরপুর জেলায় স্থানীয় দলীয় কার্যালয় নেই। তাই শেরপুরে দলের স্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা করারও অঙ্গিকার করেন তিনি।
তিনি ১১ ডিসেম্বের রোববার দুপুরে শহরের খরমপুর মোড় থেকে শহরের সর্বসাধারণের উদ্দেশ্যে সৌজন্য পদযাত্রা শেষে এসব কথা বলেন। এসময় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পথচারি, শ্রমিক, অটো চালক ও বিভিন্ন ব্যবসায়ীর সাথে হাত নেড়ে সৌজন্য সাক্ষাত করেন।
এসময় জেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির রুমান, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সামছুন্নাহার কামাল, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা পরিষদের সদস্য ফারহানা পারভিন মুন্নি, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুল কাদির, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বায়োজিদ হাসান, জেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম আহব্বায়ক মো. ইয়াকুব আলীসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।