স্টাফ রিপোর্টার॥ চট্টগ্রাম দক্ষিণ পটিয়া পৌরসভা ৪নং ওয়ার্ডের জাফর কাজীর বাড়ি (এস আলম বাড়ি)’র মোহাম্মদ আবু তাহের (কর্নেল তাহের) নিজ বাড়িতে বুধবার সন্ধ্যা ৬:৩০ মিনিট সময়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি বহুদিন ধরে কিডনি জটিলতা সমস্যায় ভুগছিলেন। মৃত্যু কালে তাহার বয়স ছিল (৬০) বছর। তিনি তিন ছেলে ও এক মেয়ে এবং এক নাতনি রেখে গেছেন।
তিনি বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি (বিএমএসএস) এর কেন্দ্রীয় কমিটির কার্যনিবার্হী সদস্য সাংবাদিক মোহাম্মদ বাবু চৌধুরী’র শ্বশুর আব্বা।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান খন্দকার আছিফুর রহমান ও মহাসচিব সুমন সরদার সহ কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্যগণ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।