
সীতাকুণ্ড প্রতিনিধি॥ র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার আলোচিত শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত ২৪ বছর যাবত পলাতক প্রধান আসামী দুলাল চন্দ্র দে ( ৪৫) কে নাটক করে।সে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মহাদেবপুর এলাকায় অবস্থান করছে, উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ০৬ জুলাই ২০২৩ ইং তারিখে বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী দুলাল চন্দ্র দে, পিতা-সুনীল চন্দ্র দে, সাং-মহাদেবপুর, থানা-সীতাকুন্ড পৌরসভা, জেলা-চট্টগ্রামকে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে শাহজাহান হত্যা মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামি মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট হস্তান্তর করা হয়েছে।
থানা পুলিশ তাকে কোর্ট প্রেরন করলে বিজ্ঞ আদালত তাকে জেলে প্রেরন করেন।