সুনামগঞ্জ প্রতিনিধি॥ “অসমতা দূর করি, এইডস মুক্ত বিশ্ব গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে বিশ্ব এইডস দিবস উপলক্ষে সুনামগঞ্জে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে
বৃহস্পতিবার দুপুরে সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সিভিল সার্জনের প্রাঙ্গন থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৌর শহরের ইপিআই ভবনের সম্মেলন কক্ষে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সিভিল সার্জন ডাঃ আহম্মদ হোসেন, ডেপুটি সিভিল সার্জন ডাঃ শুকদেব সাহা, শিক্ষা ও স্বাস্থ্য কর্মকর্তা মো.ওমর ফারুক প্রমুখ।