ঈদগাঁও কক্সবাজার প্রতিনিধি॥ দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো কক্সবাজার জেলা ছাত্রলীগ।
৪ঠা জানুয়ারী (বুধবার) সকালে কক্সবাজার জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও বাংলাদেশ ছাত্রলীগের দলীয় পতাকা উত্তোলনসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন মধ্য দিয়ে শুরু হয়েছে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজনের শুভ সূচনা। পরে বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেক কেটে ছাত্রলীগের প্রথম দিনের কর্মসূচী শেষ হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন বলেন, “আগামী নির্বাচন নিয়ে শুরু আমাদের নতুন স্বপ্ন দেখা। স্বপ্ন আমাদের স্মার্ট বাংলাদেশ। জাতির পিতার স্বপ্ন পূরণ স্বপ্ন দেশরত্ন শেখ হাসিনার। শেখ হাসিনার ভিশন স্মার্ট বাংলাদেশ উন্নয়নের অভিযাত্রার যোগ্য সারথি হবে বাংলাদেশ ছাত্রলীগ। তাই দক্ষ মানবসম্পদ গড়ার লক্ষ্য নিয়ে ছাত্র রাজনীতি থেকে স্মার্ট সিটিজেন উপহার দিবে বাংলাদেশ ছাত্রলীগ।”
সাধারণ সম্পাদক মারুফ আদনান প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী জেলা ছাত্রলীগের নানা কর্মসূচি নিয়ে আলোকপাত করেন।
এসময় অংশ নেন জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ।