ইসমাইল ইমন চট্টগ্রাম॥ চট্টগ্রাম দক্ষিণ জেলার চন্দনাইশ উপজেলা মহিলা আ’লীগের উদ্যোগে এক বর্ধিত সভা আয়োজন করা হয়।
১৯ শে নভেম্বর সকাল ১০ টায় উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুন্নেসা ও সাধারণ সম্পাদক শাহনাজ বেগমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রাম পলোগ্রাউন্ড মাঠে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্মরণকালের বৃহত্তর জনসভা সর্বাত্মক সফল করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ১০ হাজার নেতা নেত্রী জনসভায় মিছিল সহকারে যোগদান করার প্রত্যয় ব্যক্ত করেন।
সকালে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাইয়ুম চৌধুরীর নিজ বাসভবনে অনুষ্ঠিত এ সভায় প্রধানমন্ত্রীর জনসভাকে সফল করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের মহিলাকর্মীদের প্রচার প্রচারণা ও প্রস্তুতি নেওয়ার নির্দেশনা রয়েছে চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরীর।এই সময়
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহিলা কমিশনার শিরীন আক্তার,হোসনেয়ারা বেগম,লিপি আক্তার,ইয়াছমিন আক্তার,জেসমিন আক্তার,সালমা আক্তার,জন্নাতুল ফেরদৌস,খতিজা বেগম,আয়েশা আক্তার,রীতা দাশ,মনোয়ারা বেগম, সাবিনা ইয়াসমিন,নিলু আক্তার, তাহমিনা আক্তার,সাহেদা আক্তার,শীখা দাশ,বিলকিস আক্তারসহ উপজেলা, ইউনিয়ন,পৌরসভা ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রীরা।