নিজস্ব প্রতিবেদক॥ চট্টগ্রাম নগরীর চান্দগাঁও আবাসিক এলাকার প্রবেশ মুখে গড়ে উঠা এ এনএফএল টাওয়ারের ন্যায্যা হিস্যা চাইতে গিয়ে রক্তাক্ত হয়ে চমেকে ভর্তি হলেন জমির মালিক শেখ মোহাম্মদ মোকাদ্দেস মিঠু (২৬)।
অভিযোগে জানা যায়, এএনএফএল ডেভেলপার আহসানুল করিম জমির মালিক মিঠুকে বেধড়ক পিঠিয়ে গুরুতর জখম করেন। বেশ কয়েক বছর ধরে দু’পক্ষের মধ্যে টাওয়ারের হিস্যা নিয়ে বিবাধ চলছিল।
আহসানুল করিম চুক্তি লংঘন করে বিভিন্ন অযুহাত দেখিয়ে দোকান ও ফ্ল্যাট হস্তান্তরে সময় ক্ষেপণ করে আসছিলেন। ডেভেলপার আহসানুল করিমের হামলায় গুরুতর আহত জমির মালিক শেখ মোহাম্মদ মোকাদ্দেস মিঠু বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২০ নং ওয়ার্ডে ৩০ নং শয্যায় চিকিৎসাধীন আছেন।
জানা যায়, ৩১ জানুয়ারি সকাল ১১ টার দিকে জমির মালিক শেখ মোহাম্মদ মোকাদ্দেস মিঠু গংয়ের মালিকানাধীন ভবনটি নির্মাণের জন্য ২০১০ সালে চুক্তি বদ্ধ হয়। কিন্তু চুক্তির সময় শেষ হলেও জমির মালিককে তাদের ন্যায্যা হিস্যা বুঝিয়ে দেননি। দীর্ঘ অনেক বছর যাবৎ ডেভেলপার ঘুরাঘুরি করছে। এনিয়ে ৩১ জানুয়ারী সকালে মরহুম আবদুল মান্নান রাজা মিয়ার পুত্র শেখ মোহাম্মদ মোকাদ্দেস মিঠু আলোচনা করতে গেলে আহসানুল করিমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার অতর্কিত হামলা চালায়। এনিয়ে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।