ডিমলা( নীলফামারী)প্রতিনিধি॥ “শেখ হাসিনার বার্তা, নারী পুরুষ সমতা”।” ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, জেন্ডার করবে নিরসন।”
১৮৫৭ খ্রিঃ মজুরি বৈষম্য,কর্মঘণ্টা নিদিষ্ট করা ও কাজের অমানবিক পরিবেশের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের রাস্তায় নেমেছিল সুতা কারখানার নারী শ্রমিকের মিছিলে লাঠি বাহিনী দমন-পীড়ন চালায়।
দিবসটি পালনের লক্ষ্যে আজ ৮ই মার্চ সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ চত্বর থেকে রালীটি বের হয়ে উপজেলা চ্ত্তরের সড়ক প্রদক্ষিণ করে হলরুমে এক আলোচনা সভা করে।
সভায় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেনের সভাপতিত্বে ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান,মহিলা বিষয়ক কর্মকর্তা পুরবী রানী রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দিকা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী নেতৃগন বক্তব্য রাখেন।