ডিমলা (নীলফামারী) সংবাদদাতা : নীলফামারী জেলার ডিমলা উপজেলার মজনুর রহমান নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে প্রায় ২২টন সরকারি চাল জব্দ করা হয়েছে।গতকাল শনিবার বিকাল ৬টার দিকে এসব চাল জব্দ করা হয়।
জানা গেছে, মজনুর রহমান নামে এক ব্যবসায়ী তার গোডাউনে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ করে। গতকাল ১২ অক্টোবর বিকাল ৬ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার গোপন সংবাদ পেয়ে পরবর্তীতে থানা পুলিশ উপজেলা শহর এলাকার বাবুরহাট গ্রামের ঐ ব্যবসায়ীর গোডাউনে প্রেরন করে ২১ টন ৭শ কেজি চাল, বস্তা সেলাই করা ১টি মেশিন,ওজন পরিমাপ যন্ত্রসহ শতাধিক খালি চালের বস্তা জব্দ করে।
খাদ্য অধিদপ্তরের লোগো লাগানো চালের বস্তাগুলো খুলে ব্যবসায়ী মজনুর রহমান ও তার লোকজন বিভিন্ন কোম্পানির মোড়কে প্লাস্টিকের বস্তায় ভড়ে বাজারজাতের প্রক্রিয়াকরণ করছিলো। পরে জব্দ করা এসব চাল যাদব চন্দ্র নামে এক স্থানীয় ব্যক্তির হেফাজতে রাখা হয়।
সরকারি চাল মজুদকারী মজনুর রহমান বলেন, আমি পূজা উৎযাপন কমিটির সভাপতিদের নিকট হতে ৩৭ টন চাল ক্রয় করি। পর্যায়ক্রমে বিক্রির পর ২১ দশমিক ৭ টন চাল আমার গোডাউনে মজুদ রয়েছে। চটের বস্তার চালের প্রতি ক্রেতাদের আগ্রহ কম থাকায় প্লাস্টিকের বস্তায় ভরে চাল বাজারজাত করনের কথা স্বীকার করেন।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক: রুহুল মোছাদ্দেক বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। ঘটনার সত্যতা মিললে ইউএনও স্যারের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ডিমলা উপজেলা নির্বাহী অফিসার রাসেল মিয়া ভোরের ডাক কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাল মজুদের বিষয়টি জানতে পারি। পরে পুলিশ পাঠিয়ে ঐ চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।