![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
মাহাবুব আলম, স্টাফ রিপোর্টার : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বুধবার ১ জানুয়ারি সাড়ম্বরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে এদিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিকেলে পৌরশহরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়ে পরে চৌরাস্তা মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর ছাত্রদলের সদস্য সচিব মাহফুজুর রহমান মিঠুর সভাপতিত্বে ও ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক দুলাল হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা বিএনপির সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি শাহাদত হোসেন, নূর আলম, নূর নবী ও পান্না বিশ্বাস, সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নূর আলিফ, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলী, সম্পাদক মহসিন আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি,সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদার, দপ্তর সম্পাদক মানিক মাষ্টার, যুগ্ম সম্পাদক সাহাবউদ্দিন, মহিলাদল নেত্রী মনিরা বিশ্বাস, হোসেনগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মমতাজ মাস্টার, নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি জমিরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার হোসেন ও মুনতাসীর আল মামুন, যুবদলের জৈষ্ঠ্য সচিব ঈসা আলী, পৌর বিএনপির সহ-সভাপতি হামিদুর রহমান, শ্রমিক দলের নেতা রুকু, যুব দল নেতা মিলন হোসেন, পৌর বিএনপির ওয়ার্ড সভাপতি গোলাম রব্বানী। আরো বক্তব্য দেন- ,ছাত্র দলের সাবেক সভাপতি পলাশ চৌধুরী, আওলাদ হোসেন, সদস্য সচিব রাব্বি হোসাইন, ডিগ্রি কলেজ ছাত্র দল সভাপতি আতিক হাসান মুন্না, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন, মনিরুজ্জামান মুন্না, প্রমূখ।
বক্তারা তাদের বক্তব্যে ছাত্রদলের সাংগঠনিক শক্তি ও কার্যক্রম বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন। এইসাথে তারা সকলকে একাত্ম হয়ে কাজ করার আহবান জানান।