বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

যশোরে দলিল লেখক সমিতির হাতে জিম্মি জমির ক্রেতা-বিক্রেতা ও দলিল লেখকরা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
আগস্ট ২২, ২০২৩ ১০:২৯ অপরাহ্ণ

যশোর অফিস॥ যশোর ভূমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নিয়ম-নীতি উপেক্ষা করে দলিল লেখক সমিতির অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি ও বেপরোয়া চাঁদাবাজি ব্যাপকহারে বৃদ্ধির অভিযোগ উঠেছে। সমিতির হাতে জিম্মি হয়ে পড়েছেন জমির ক্রেতা-বিক্রেতারা। দলিল রেজিস্ট্রেশন করতে গেলে সরকারি নিয়মনীতি উপেক্ষা করে সমিতির নামে একটি নির্ধারিত হারে চাঁদা আদায় করছে। ভূমি রেজিস্ট্রেশনের যাবতীয় খরচের টাকা আদায়ও হচ্ছে সমিতির মাধ্যমে। সাধারণ দলিল লেখকরাও জিম্মি হয়ে পড়েছেন সমিতির নেতাদের কাছে। তারা সমিতির বাইরে গিয়ে কোনো ভূমি রেজিস্ট্রেশন করতে পারছেন না। রেজিস্ট্রি অফিসকে জিম্মি করে সরকারি নির্ধারিত ফিসের ৮০ থেকে ৯০ শতাংশ অতিরিক্ত টাকা আদায় করছে সমিতি। সাধারণ ও নিরীহ মানুষ অতিরিক্ত টাকা দিয়ে জমি রেজিস্ট্রি করতে বাধ্য হচ্ছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, যশোর সাব-রেজিস্ট্রি অফিসের সমিতির কাছে জমির দাতা ও গ্রহীতাদের জিম্মি দশার ভয়াবহ চিত্র পাওয়া গেছে। সমিতির বিনা অনুমতিতে সাব-রেজিস্ট্রার অফিসে কোনো জমি রেজিস্ট্রি হয় না বলে ব্যাপক অভিযোগ আছে। সাধারণ দলিল লেখকদেরও সমিতির বিনা অনুমতিতে দলিল করার ক্ষমতা নেই। দলিল লেখার যাবতীয় টাকা দিতে হয় সমিতিকে। তারপর সমিতির গোপনীয় একটি সাংকেতিক চিহ্ন ব্যবহার করার পরই দলিল যায় সাব-রেজিস্ট্রারের টেবিলে। সেখানেও প্রতি টেবিলে দলিল প্রতি ১০০ থেকে ২০০ টাকা এবং ভূমির শ্রেণী পরিবর্তন ও কাগজের ত্রুটি থাকলে সংশ্লিষ্ট করণিকের সঙ্গে শলাপরামর্শ করে প্রকারভেদে আদায় করেন লাখ টাকা পর্যন্ত। এমনটাই বলছেন ভুক্তভোগী ও নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দলিল লেখক।

গত বছরের ১ জানুয়ারি থেকে দলিল ২৩,০০০ রেজিস্ট্রি হয়েছে এ অফিসে। আরও জানা যায়, এ অফিসে সনদপ্রাপ্ত দলিল লেখক রয়েছেন ২১৫ জন।

সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী দলিল লেখকরা দলিল লেখার বিনিময়ে প্রতি পৃষ্ঠা বাবদ ও সরকারি ফি’র হার নির্ধারণ করে সাব-রেজিস্ট্রি অফিসের সামনে একটি করে তালিকা টানিয়ে রাখার। এ ছাড়া লাইসেন্সধারী কোনো দলিল লেখক আইন লঙ্ঘন করলে সাব-রেজিস্ট্রার তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।

কিন্তু যশোরের এসব নিয়ম-নীতির তোয়াক্কা করা হচ্ছে না। সমিতির অনিয়ম, দুর্নীতি ও চাঁদাবাজির সঙ্গে অনেকটা তাল মিলিয়ে চলছেন।

এ বিষয়ে দলিল লেখক সমিতির সভাপতি হায়দার আলী জানান, দলিল প্রতি সমিতির জন্য যা নেওয়া হয়, ওটা চাঁদা না পারিশ্রমিক।

যশোর সাব রেজিস্ট্রার কামরুল ইসলাম সাব-রেজিস্ট্রি অফিসের অনিয়ম অস্বীকার করে বলেন, ‘সমিতির নামে জিম্মি করে দাতা বা গ্রহীতার কাছ থেকে চাঁদা আদায় গ্রহণযোগ্য নয়। আর আমি এ বিষয়ে জানিনা, যদি কেউ লিখিত ভাবে অভিযোগ করেন তাহলে ব্যাবস্হা নেব।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে গৃহহীন দুই পরিবারকে ৪৩ বিজিবি’র বসতঘর নির্মাণ

যশোরে বিএনপি নেতা অনিন্দ্য ইসলাম অমিতের বাড়িতে বোমা হামলা

যশোরের উঠতি কিশোর গ্যাং লিডার জুম্মান খুন

কাউন্সিলরের দেওয়া প্রতিশ্রুতি; ২ বছর পরে ভোটাররা বলছে শুভংকরের ফাঁকি

যশোর সদর হাসপাতালে ভুয়া প্রেসক্রিপশনে সরকারি ওষুধ উত্তোলন

রাজধানীর ‘কথা এন্টারপ্রাইজ প্রেস’ মেসে জোড়া খুন; সিনেমার গল্প যেখানে হার মানে

কৃষিবিদ মো. আবদুল মোমিনের পিএইচডি ডিগ্রি অর্জন

বিএনপি এখন জনবিচ্ছিন্ন হয়ে হরতাল অবরোধ দিচ্ছে- এমপি এনামুল হক 

হালিশহর থানার অফিসার ইনচার্জ হিসেবে মানবিক ওসি কায়সার হামিদ এর যোগদান

গুরুদাসপুরে কৃষিজমিতে পুকুর খনন