![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
শেখ শফিউল আলম ললু, ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের তৈরী পণ্য নিয়ে উদ্যোক্তা মেলা। বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ উদ্যোক্তা মেলার আয়োজন করে ওয়েলফেয়ার এফোর্টস (উই) নামের একটি উন্নয়ন সংস্থা।
দিনব্যাপী এই উদ্যেক্তা মেলায় পাগলাকানাই ইউনিয়নের বিভিন্ন গ্রামের ২’শত ২০ জন নারী তাদের উৎপাদিত পণ্য নিয়ে স্টল প্রদর্শন করেন। স্কুল ড্রেস, ফতুয়া, ফ্রক, টেপ, বøাউজ, মেক্সিসহ অন্তত ২০ প্রকার পণ্য প্রদর্শিত হয় উদ্যোক্তা মেলায়। যা দেখতে ভীড় করে ওই এলাকার শতাধিক নারী ও পুরুষ।
গ্রামীণ নারীদের আত্মনির্ভরশীল করে গড়ে তোলা ও হোমবেইজড গার্মেন্টস নারী শ্রমিকদের পণ্য’র সামাজিক মর্যাদা দেওয়ার জন্যই এ আয়োজন বলে জানায় আয়োজকরা।