রিফাত আরেফিন (যশোর ব্যুরো) : যশোরে এতিমখানার এক শিশুছাত্রকে বেধড়ক পিটিয়ে জনরোষানলে পড়লেন শিক্ষক মোঃ মোসাদ্দিক বিল্লাহ। স্থানীয় বিক্ষুব্ধ জনতার সামনে তিনি শিশুছাত্রকে পিটিয়ে জখমের কথা স্বীকার করেছেন।
শিক্ষক মোঃ মোসাদ্দিক বিল্লাহ এর বাড়ি ঝিনাইদহ জেলার কালিগঞ্জে। মাস তিনেক আগে তিনি যশোর সদরের দেয়াড়া ইউনিয়নের দুর্গাপুর শিশু সদন এতিমখানা মাদ্রাসায় যোগ দেন। এরই মধ্যে ক্লাস নেয়ার সময় আব্দুল আলিম নামের এক ছাত্রকে বেধড়ক পিটিয়ে আধমরা করে ফেলেছেন। অভিযুক্ত শিক্ষককে জনতা আটকে রেখেছেন। আটককৃত শিক্ষক মোসাদ্দিক বিল্লাহ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার গোলাম সরোয়ারের ছেলে।
আহত শিশু আব্দুল হালিম- এড়ান্দা গ্রামের নজরুল ইসলামের ছেলে। ঘটনাটি ঘটে সোমবার সকালে।
এদিকে, মারপিট করে আধমরা করার ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। উত্তেজনা বিরাজ করছে এলাকায়।