![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
জগন্নাথপুর প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর গ্রামের লন্ডন প্রবাসী মোছাঃ শাহানারা বেগম এর মালিকানা বসত বাড়ীর যাতায়াতের রাস্তায় প্রতিপক্ষ পাকা দেয়াল নির্মান করতে গেলে উত্তেজনা দেখা দেয়। জানা যায়, কেশবপুর গ্রামের লন্ডন প্রবাসী শাহানারা বেগম ও লন্ডন প্রবাসী মস্তাব আলী এবং আক্তার হোসেন এর সাথে ভূমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
গতকাল ২৪ আগষ্ট ( শনিবার) মস্তাব আলীর ও আক্তার হোসেন এর নিদের্শে হোসেন নুর আহমেদ, ছইল মিয়াসহ তাদের লোকজন প্রবাসী শাহানারা বেগম এর বাড়ীর যাতায়াতের রাস্তায় পাকা দেয়াল নির্মান কাজ শুরু করে। শাহনারা বেগম এর লোকজন নির্মান কাজে বাঁধা দিলে উত্তেজনা দেখা দেয়। পরে শাহানারা বেগম এর কেয়ারটেকার জাহাঙ্গীর হাসান ৯৯৯ নাম্বারে ফোন করে আইনে সহায়তা চাইলে জগন্নাথপুর থানা পুলিশ ও জগন্নাথপুর অস্থায়ী সেনা ক্যাম্পের একটি দল ঘটনাস্থরে গিয়ে নির্মানাধীন কাজ বন্ধ করেন ও দেয়াল নির্মাণ করতে হলে পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আসতে বলেন। এবং উভয় পক্ষকে শান্ত থাকার নির্দেশ দেন।
নল্ডন প্রবাসী শাহানারা বেগমের কেয়ারটেকার জাহাঙ্গীর আলম জানান, জাহানারা বেগম ও তার স্বামী মোঃ আলী হামজা শ্রীরামপুর মৌজার ১০৯৯খতিয়ান এর ৬৩৮নং দাগে ৩ শতক পুকুর রকম ভূমি ক্রয় করে বাড়ীর রাস্তা নির্মান করেন।হঠাৎ করে প্রতিপক্ষ প্রবাসী মস্তাব আলী এবং আক্তার হোসেন উক্ত ভূমিতে পাকা দেওয়াল নির্মান করতে গেলে আমি প্রতিবাদ করি এতে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন ভাবে আমাকে হুমকি দিলে আমি ৯৯৯ ফোন করে আইনী সহায়তা চাইলে পুলিশ ও সেনা সদস্য এসে আমাকে আইনি ভাবে সহায়তা করেছে।
এই বিষয়ে মস্তাব আলীর লোক হোসেন নুর আহমদ বলেন আমরা মস্তাব আলী গংদের মালিকানা ভুমিতে দেয়াল নির্মাণের কাজ করছিলাম, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ বন্ধ করে রেখেছি।