শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুরে শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাগরের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বেশ কিছু মামলা রয়েছে। সে শাজাহানপুর উপজেলার শাবরুল হাটখোলা পাড়ার গোলাম মোস্তফা তালুকদারের ছেলে। তার সহযোগী স্বপন একই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা আনুমানিক সোয়া ৬টার দিকে শাবরুল ছোট মন্ডল পাড়া এলাকায় একটি মুরগির খামারের সামনে একদল দুর্বৃত্তরা কুপিয়ে সাগর তালুকদার ও তার সহযোগী স্বপনকে খুন করে।
সাগর ও তার সহযোগী স্বপন খুনের বিষয়টি নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসির দায়িত্বে থাকা সেকেন্ড অফিসার ফারুক হোসেন।