![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত নদী যাদুকাটায় অভিযান চালিয়ে বালু উত্তোলনে নিষিদ্ধ এমন ১৭টি শেইভ মেশিন জব্দ করেছে প্রশাসন। স্থানীয়রা বলছে জাদুকাটা এখন হয়ে গেছে গলার কাঁটা।
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরে যাদুকাটা নদীর ঘাগটিয়া ও বিন্নাকুলী এলাকায় থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ।
নদীর পরিবেশ বিনষ্ট ও পাড় কেটে বালু-পাথর উত্তোলন করার অপরাধে এসব শেইভ মেশিন জব্দ করা হয়েছে বলে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামস্ সাদাত মাহমুদ উল্লাহ বলেন, যাদুকাটা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।