এম জি রাব্বুল ইসলাম পাপ্পু॥ আজ ১১ জানুয়ারি ২০২৩ তারিখ বিকেলে কুড়িগ্রাম সদরের খলিলগঞ্জে ড. ওয়াদুদ এর সৌজন্যে বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ও প্রয়াত ভাষা সৈনিক বীর মুক্তিযোদ্ধা ডা. এস এ মালেক এর স্মরণে কুড়িগ্রামের শীতার্ত সম্মানিত নাগরিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। আরো উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ মশিউর রহমান, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর জনাব কমলেশ চন্দ্র রায়, বঙ্গবন্ধু পরিষদ কুড়িগ্রামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব এস এম হারুন অর রশীদ লাল, বঙ্গবন্ধু পরিষদ কুড়িগ্রামের সাধারন সম্পাদক জনাব ছানা লাল বকসী।
ফিকামলি তত্ত্বের জনক ড. আব্দুল ওয়াদুদ এর সহায়তায় প্রায় ২০০ পরিবারের মাঝে শীতের উষ্ণ কম্বল বিতরণী এ অনুষ্ঠানে বক্তারা জাতির পিতার আদর্শের চেতনাকে ধারন ও অপ্রতিরোধ্য উন্নয়নের অগ্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য প্রার্থনা প্রত্যাশা করেন।