ইমাম হাছাইন পিন্টু নাটোর॥ নাটোরে শহরের বড়হরিশপুর বাসটার্মিনাল থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত উচ্ছেদ অভিযান চলছে। নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় এই উচ্ছেদ অভিযান চালানো হয়।
আদালতের নির্দেশে সোমবার সকাল থেকে রাস্তার দুপাশে অবেধ স্থাপনাসহ ফুটপাথে দোকানপাট উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়। উচ্চেদ অভিযানে নাটোর সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে একটি যৌথ টিম কাজ করছে।
উপসহকারী প্রকৌশলী আব্দুল মান্নাফ আকন্দ জানান, এই উচ্ছেদ অভিযান চলমান রয়েছে।
সড়ক ও জনপথ বিভাগ জানায়, ৫৮ কোটি টাকা ব্যয়ে শহরের বড় হরিশপুর বাইপাস থেকে বনবেলঘড়িয়া বাইপাস পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হয়েছে। এরমধ্যে শহরের জিরো পয়েন্টের উভয় পাশে প্রায় ৭০০ ফুট দৈর্ঘ্যের সড়ক ১০০ ফুট প্রশস্ত করা হবে।
এজন্যে জমি অধিগ্রহণ কার্যক্রমে অর্থ পরিশোধের জন্যে সাড়ে ২৮ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। যা ইতোমধ্যে পরিশোধ করে গত বছরের ১৬ মে উচ্ছেদ অভিযান চালানো হয়। এরপর অনেকে নতুন করে স্থাপনা তৈরিকরাসহ ফুটপাথ দখল করে ব্যবসা শুরু করেন। ফলে যানবাহন ও পথচারী চলাচলে সমস্যা তৈরি হয়। এখন সেগুলো উচ্ছেদ করা হচ্ছে