বাংলাদেশ সকাল
বৃহস্পতিবার , ১১ মে ২০২৩ | ২৩শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

শেরপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণ ও জোরপূর্বক গর্ভপাত

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
মে ১১, ২০২৩ ৭:৫২ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি॥ প্রথমে এক বছরের প্রেমের সম্পর্ক, তারপর বিয়ের প্রলোভনে ফুঁসলিয়ে ধর্ষণ ও ভিডিও ধারণ, অতঃপর সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকিতে একাধিকবার ধর্ষণের শিকার হয়েছে এক কলেজ ছাত্রী। ঘটনাটি ঘটেছে শেরপুরের নকলা উপজেলার জালালপুর এলাকায়।

এই ঘটনায় বুধবার ১০ মে ভিকটিমের মা মোছাঃ স্বর্ণা বেগম (৪২) বাদি হয়ে ধর্ষক মোঃ মোশারফ হোসেন মিসকিন (২০) ও তার পিতা মোঃ আব্দুল লতিফসহ দুইজনের বিরুদ্ধে নকলা থানায় অভিযোগ দায়ের করেছেন। প্রতারক প্রেমিকের লালসার শিকার ভিকটিম অন্তঃসত্ত্বা ওই কলেজ ছাত্রী এখন শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

জানা যায়, ধর্ষণের প্রমাণ লোপাট করতে সুকৌশলে টেবলেট খাইয়ে ওই কলেজ ছাত্রীর গর্ভের ভ্রূণ নষ্টের চেষ্টা করে ধর্ষক মোশারফ হোসেন। এতে ভিকটিমের রক্তক্ষরণ শুরু হলে প্রথমে তাকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে উন্নত চিকিৎসার জন্য মঙ্গলবার ৯ মে রাতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে রাত ৯ টার দিকে ওই কলেজ ছাত্রীকে হাসপাতালে দেখতে যান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহমেদ বাদল‌।

এ বিষয়ে এএসপি মো. সাইদুর রহমান বলেন, ভিকটিমকে আইনগত সকল সহয়তা দিতে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেয়া হয়েছে।

অভিযুক্ত মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ মোশারফ হোসেন মিসকিন (২০)নকলা থানার বাসিন্দা। অপরদিকে ভিকটিম একই উপজেলার বানেশ্বরদী গ্রামের বাসিন্দা এবং নকলা সবুরন নেছা মহিলা কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিমের সাথে আসামীর প্রায় এক বছরের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে বিয়ের প্রলোভনে ফুঁসলিয়ে ওই ছাত্রীর সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে মোশারফ হোসেন। পরে তাদের শারীরিক সম্পর্কের ভিডিও ক্লিপ ইন্টরনেটে ছাড়িয়ে দেয়ার হুমকি দিয়ে আসামী ভিকটিমকে ব্লাকমেইল করে তার বাড়ীতে নিয়ে ১০ এপ্রিল ২০২৩ থেকে ০৬ মে ২০১৩ খ্রি. পর্যন্ত ধর্ষণ করে। এতে ভিকটিম অন্তস্বত্বা হয়ে পড়ে। আসামী সুকৌশলে সেই গর্ভস্থ ভ্রূণ নষ্ট করতে ভিকটিমকে গর্ভপাতের টেবলেট খাইয়ে দিলে তার রক্তক্ষরণ শুরু হয়। ভিকটিমের মা মেয়ের কাছে ঘটনা জানতে পেরে আসামীর বাবা- মা’র সাথ যোগাযোগ করেন। কিন্তু তারা ইউপি সদস্য লাল মিয়ার মাধ্যমে বাদী স্বাক্ষীদেরকে মারপিট করে অভিযুক্তদের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়।

এ বিষয়ে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ভিকটিমের মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও গর্ভপাতের অপরাধে দুইজনকে আসামি করে থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

সাতক্ষীরা তালায় মটরসাইকেল ট্রাকের সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহে তামাক গ্রহণ ও ব্যবহার বন্ধে সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত 

সীতাকুন্ডে বিএসটিআই অনুমোদন বিহীন পিভিসি পাইপ তৈরি, অর্ধ লাখ টাকা জরিমানা

নীলফামারীতে বৃষ্টির মত ঝরছে শিশির, শীতে যবুথবু প্রাণীকূল

কাশিয়ানীতে দেবর কর্তৃক গাছের সাথে বেঁধে গায়ে আগুন দিয়ে হত্যা চেষ্টা

দিরাইয়ে সাংবাদিক জুসেফ এর ওপর সন্ত্রাসী হামলা

ডায়মন্ডহারবার জেলা পুলিশের পক্ষ থেকে ট্রাফিক পুলিশকে দেওয়া হল ছাতা গ্লুকোজ ও তোয়ালে

আমতলীতে চেতনানাশক ঔষধ মেশানো খাবার খেয়ে ৫ জন হাসপাতালে

যশোর ব্লাড ব্যাংকের পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ

ঈদগাঁওতে বর্ণাঢ্য আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন