মোঃ শিমুল বিশ্বাস॥ মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে ২টি বােমা সাদৃশ্য বস্ত উদ্ধার করেছে গাংনী থানা পুলিশ।
জানা যায়, মেহেরপুরের গাংনী উপজেলার কল্যাণুর গ্রামের একটি রাস্তার পাশ থেকে ২টি বােমা সাদৃশ্য বস্তু স্থানীয় এলাকাবাসী দেখতে পান। পরে স্থানীয়রা গাংনী থানায় ফোন দিলে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে গাংনী থানা পুলিশের একটি দল। মঙ্গলবার দুপুর পৌনে ১২টার দিকে গাংনী থানা পুলিশের একটি দল লাল কস্টেপ দিয়ে মােড়ানাে বস্তু দু’টি উদ্ধার করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন বস্তু দুটি পানিতে চুবিয়ে রাখা হয়েছে। স্থানীয় লোকজনের মাঝে ভীতি ছড়ানোর জন্য এগুলো রাখতে পারে বলে ধারণা করা হচ্ছে।