![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক বাবলু মিয়া॥ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল ঝিনাইদহ জেলা শাখার সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে। (৪-মার্চ)শনিবার সকাল দশটার সময় ঝিনাইদহের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে অবস্থিত,শহীদ মিনারে জেলার ছয়টি উপজেলা থেকে বীর মুক্তিযোদ্ধার সন্তানগন উপস্থিত হন। শহীদ মিনারে সকাল সাড়ে দশটার সময় কেন্দ্রীয় কমিটির সভাপতি মেহেদী হাসান ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম রেজা সহ সমবেত বীর সন্তানগন পুষ্পস্তবক অর্পণ করেন। ১১টার সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্মৃতি ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। শ্রদ্ধাজ্ঞাপন শেষে র্যালীর আয়োজন করা হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা শিল্পকলা একাডেমিতে সমাবেশের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মনিরা বেগম এর সভাপতিত্বে উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সংসদ সদস্য ঝিনাইদহ ১ সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা শাখা,উদ্বোধক বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন সাবেক কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঝিনাইদহ জেলা শাখা,প্রধান বক্তা মোঃ মেহেদী হাসান সভাপতি মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি,বিশেষ অতিথি মোঃ সাইদুল করিম মিন্টু সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ ঝিনাইদহ জেলা, এম হারুন অর রশিদ চেয়ারম্যান জেলা পরিষদ ঝিনাইদহ, মোঃ কাইয়ুম শাহারিয়ার হিজল মেয়র ঝিনাইদহ পৌরসভা,মোঃ সেলিম রেজা সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি মোঃ তাইফুল ইসলাম দপ্তর সম্পাদক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটি, স্বাগত বক্তা মোঃ মোস্তাক আহমেদ আহবায়ক মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঝিনাইদহ জেলা সঞ্চালনায় মোহাম্মদ আলী সদস্য সচিব মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ঝিনাইদহ জেলা।
সম্মেলনে ঝিনাইদহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল এর সভাপতি মোঃ মোস্তাক আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মোহাম্মদ আলী বিনা প্রতিদ্বন্দীতায় আগামী পাঁচ বছরের জন্য নির্বাচিত হন।