জহিরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা প্রতিনিধি॥ যশোর জেলার ঝিকরগাছা উপজেলায় ৪০ পিচ ইয়াবা ও একটি মোটরসাইকেল সহ তিন মাদক চোরাকারবারিকে আটক করেছে ঝিকরগাছা থানা পুলিশ।
আটককৃত আসামীঃ ১। গোলাপ সরদার (২৭) পিতা মকবুল হোসেন, গ্রাম: সুজলপুর ২। মোঃ মিথুন আলী (২৮), পিতা মোঃ মোক্তার আলী, ৩। মোঃ রুবেল হোসেন (২৫) পিতা মোঃ রবিউল ইসলাম, তারা দুজনেই যশোর সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের বাসিন্দা ও তিনজনই কোতোয়ালি থানার বাসিন্দা।
থানা সূত্রে জানা যায়, (৪ঠা মে) শুক্রবার ডিউটি চলাকালীন এসআই (নিঃ) মোঃ মোখলেছুজ্জামান, এসআই (নিঃ) সহিদ হোসেন ফোর্স সহ ঝিকরগাছা উপজেলার ২নং মাগুরা ইউনিয়নের মনোহর পুর গ্রামে আলী হোসেনের বাড়ির সামনে কায়েমখোলা থেকে ছুটিপুর গামী পাকা রাস্তার উপর হইতে তাদের তিনজনকে একটি মোটরসাইকেল সহ আটক করা হয়। এসময় তল্লাশি করে তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা ও মাদক বিক্রির ৫১০০ টাকা উদ্ধার করা হয়।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ সুমন ভক্ত বলেন, তিনজন আসামীকে মাদকসহ আটক করা হয়েছে। আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। তাদেরকে আদালতে সোর্পদ করা হয়েছে।