শেখ শফিউল আলম লুলু, ঝিনাইদহ॥ ঝিনাইদহের হরিণাকুন্ডুতে নাতীছেলে মান্নান (৩৫) এর হাতুড়ির আঘাতে দাদী রুশিয়া বেগমের (৮২) মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার বলরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। রুশিয়া বেগম হরিণাকুন্ডু উপজেলার বলরামপুর গ্রামের ফজলুর রহমানের মাতা।
স্থানীয়রা জানান, ফজলুর রহমানের ছেলে মান্নান কিছুটা ভারসাম্যহীন । গত চার দিন ধরে পাগলামীর পরিমান বেড়ে ক্ষিপ্ত হয়ে যায়। তার আক্রমনের হাত থেকে বাঁচবার জন্য পরিবারের অন্যান্য সদস্যরা পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে দাদী পাশের বাড়ীতে ঘুমিয়ে ছিলো। সেখান থেকে বৃদ্ধা দাদীকে ফুসলিয়ে নিয়ে আসে মান্নান। তারপর তাকে হাতুড়ি দিয়ে মাথা থেতলিয়ে দেয়। এতে তার প্রচুর রক্তক্ষরন হয় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। প্রতিবেশীরা জানতে পেরে পুলিশকে সংবাদ দেয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, লাশটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। মান্নানকে আটক করা হয়েছে।