রতন দে,মাদারীপুর প্রতিনিধি: দেশের পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার কারনে বাংলাদেশ জাতীয়তাবাদীদল বিএনপিথর ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সংক্ষিপ্ত করেন। তারই ধারাবাহিকতায় (১ লা সেপ্টেম্বর) রবিবার ডাসার উপজেলা বিএনপি সকালে দলীয় কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন এবং দলীয় কার্যালয় বাদ যোহর শহিদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন,ডাসার উপজেলা বিএনপির প্রস্তাবিত সভাপতি আলহাজ্ব আলাউদ্দিন তালুকদার,বালিগ্রাম ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সেলিম মওয়া,ডাসার উপজেলা যুবদলের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মোঃ বায়জিদ সরদার,যুবদল নেতা রেদওয়ান হাসান রুবেল, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আতিকুর রহমান আজাদ,যুগ্ম আহবায়ক মোঃ আলিম হাওলাদার,ছাত্রদলের আহবায়ক এসএম আলাউদ্দিন,সিনিয়র যুগ্ন আহবায়ক বনি আমিন,যুগ্ম আহবায়ক এইচ এম ইমরান, মেহরাব হোসেন মেহেদী সহ বিএনপির অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।