নাটোর প্রতিনিধি : “দুর্যোগ প্রস্তুতিতে লড়বো,স্মার্ট সোনার বাংলা গড়বো”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে নাটোরের বড়াইগ্রামে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ ইং পালিত হয়েছে।
রবিবার ১০ মার্চ সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী করে ফায়ার সার্ভিসের কর্মী নিয়ে মহড়া শেষ করে আলোচনা সভার মিলিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে এ মহড়ায় নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ বোরহানউদ্দিন মিঠু, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আতাউর রহমান আতা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রেস কুদ্দুস মিয়াজী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা নির্বাচন সহকারী কর্মকর্তা এস এম সাইদুর রহমান, উপজেলা খাদ্য অফিসার, সাংবাদিক সহ অনেকেই ।