![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাগমারা প্রতিনিধি : প্রতীক বরাদ্দের দ্বিতীয় দিনে বাগমারা উপজেলার গোবিন্দপাড়া ইউনিয়নের বিভিন্ন পাড়া-গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ গণসংযোগ করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচী অনুযায়ী মঙ্গলবার (১৯ডিসেম্বর) সকাল থেকেই তিনি গোবিন্দপাড়া ইউনিয়নের ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করছেন।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ বাগমারা আসনে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতীকের প্রার্থী অধ্যক্ষ আবুল কালাম আজাদ মনোনয়ন পাওয়ার পর থেকেই অন্যান্য ইউনিয়নের ন্যায় গোবিন্দপাড়ার ভোটারদের মাঝে ব্যপক উৎসাহ-উদ্দিপনা দেখা দেয়। দলীয় নেতৃবৃন্দ কে সঙ্গে নিয়ে ওই ইউনিয়নের মাড়িয়ার মোড় থেকে গণসংযোগ আরম্ভ করেন কালাম। এরপর শিলগ্রাম বাজার, কোট বাজার, বানইল, বটতলা, শীবের মোড়সহ ওই ইউনিয়নের বিভিন্ন মোড়ে মোড়ে পথসভা করে প্রচারনা করেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদ বলেন,ভোটারদের যেমন সারা পাচ্ছি তাতে করে আমি জয়ের ব্যাপারে শত ভাগ আশাবাদী।
ইউনিয়নের খাজুর, করখন্ড, রমজানপাড়া, শালজোড়, বোয়ালিয়া, চাঁইসাড়া, দেওপাড়া, রামপুর পাথারসহ বিভিন্ন গ্রামে নেতাকর্মীদের নিয়ে অধ্যক্ষ কালাম নৌকার প্রচারনা করেন। এসময় প্রার্থী এমপি নির্বাচিত হবার পর এলাকায় নানা উন্নয়নের প্রতিশ্রতি দেন।
এ সময় সঙ্গে ছিলেন, রাজশাহী বার এসোসিয়েশনের সভাপতি ও নৌকার নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. ইব্রাহিম হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব অ্যাড, জাকিরুল ইসলাম সান্টু, জেলা আ’লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ড, পিএম শফিকুল ইসলাম, জেলা আ’লীগের শ্রম বিষয়ক সম্পাদক প্রভাষক মাহাবুবুর রহমান, শ্রীপুর ইউপি চেয়ারম্যান মকবুল হোসেন মৃধা, তাহেরপুর পৌর আ’লীগ সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুরসহ নেতৃবৃন্দ।