বাংলাদেশ সকাল
মঙ্গলবার , ১৯ ডিসেম্বর ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন আদালত
  3. আন্তর্জাতিক
  4. আবহাওয়া
  5. এক্সক্লুসিভ
  6. কৃষি বার্তা
  7. ক্যাম্পাস
  8. খেলাধুলা
  9. খোলা কলাম
  10. জাতীয়
  11. ধর্ম ও জীবন বিধান
  12. নির্বাচন
  13. প্রবাস
  14. বিনোদন
  15. বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন

বিজয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন না করায় দিরাইয়ে রাজাকার পুত্রের বিরুদ্ধে অভিযোগ দায়ের

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
ডিসেম্বর ১৯, ২০২৩ ৯:০২ অপরাহ্ণ

সুনামগঞ্জ প্রতিনিধি : ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন না করায় সংক্ষুব্ধ হয়ে সুনামগঞ্জের দিরাইয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানা গেছে। সোমবার ইউনিয়নের সরমঙ্গল গ্রামের মৃত সিবাজ উদ্দিনের ছেলে নজির আহমদ এ অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসে উপজেলার ৫নং সরমঙ্গল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। বর্তমান পরিষদ নির্বাচিত হওয়ার পর থেকেই প্রতিদিনতো নয়ই, বরং সরকারি কোন দিবসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়না। এটি তার দৃষ্টি গোছর হলে সংক্ষুব্ধ হয়েই তিনি এ অভিযোগটি দায়ের করেন।

সূত্রে আরও জানা যায়, সরকারি নির্দেশনা উপেক্ষা করে বর্তমান চেয়ারম্যান তার মনগড়াভাবে পরিষদকে চালিয়ে যাচ্ছেন। যা অত্যন্ত গর্হিত কাজ বলে হয়। পরিষদের অনেক সাবেক ও বর্তমান সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে কথা বলে জানা গেছে, বিগত পরিষদগুলো এই সমস্ত বিশেষ দিবস আসলে পরিষদের সদস্যদের নিয়ে মিটিং করে দিবস পালিত হতো। কিন্তু রাজাকার পুত্র চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন জুয়েল নির্বাচিত হওয়ার পর থেকে সদস্যদের সাথে কোন রকম আলোচনা করেন না বলে জানা গেছে। যা আমাদেরকে ব্যথিত করেছে, এতে আমরা সংক্ষুদ্ধ হয়েছি। ইতিমধ্যে জাতীয় পতাকা উত্তোলন না করার ছবি ও ভিডিও ফুটেজ সংগ্রহ করেছি।

তিনি আরও উল্লেখ করেন, সুনামগঞ্জের প্রখ্যাত ইতিহাসবিদ বজলুল মজিদ খসরু রচিত ‘রক্তাক্ত ৭১ সুনামগঞ্জ’ নামক বইয়ের ২০১ পৃষ্ঠায় দিরাই থানার রাজাকারদের তালিকার ৫৭নং-এ তার পিতা আব্দুল মতলিব মিয়ার নাম রয়েছে। সম্ভবত তার পিতার মতো বাংলাদেশের স্বাধীনতার বিরোধি শিবিরে থাকায় এসব দিবস পালন না করে এড়িয়ে যাচ্ছেন। চেয়ারম্যান এক সময় শিবিরের সাথে যুক্ত ছিলেন, বর্তমান তিনি বিএনপি করেন। কিছু সংখ্যক রাজাকার, আল-বদর ও তাদের সহযোগি দোসররা এখনও স্বাধীনতার বিরোধীতায় লিপ্ত রয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

অভিযোগের ব্যাপারে দিরাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহমুদুর রহমান খোন্দকার বলেন, বিষয়টি নিয়ে আমরা তদন্ত করব। তদন্ত রিপোর্টের উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - এক্সক্লুসিভ

আপনার জন্য নির্বাচিত

নেত্রকোনায় মগড়া নদীকে জলকান্দি জল মহাল নাম দিয়ে ভোগ দখলের প্রতিবাদে মানববন্ধন

চৌফলদন্ডীতে জীপের ধাক্কায় ইসলামাবাদের টমটম চালকের মর্মান্তিক মৃত্যু 

ঈদ ও বৈশাখের ছুটি শেষে কর্মব্যস্ততা বেড়েছে বেনাপোল বন্দরে

ভোট কেন্দ্রের রেজাল্টসিটে কোন রকম ঘষামাজা করবেন না : জেলা প্রশাসক মাহবুবুর রহমান

রেল সচিবের বেনাপোল রেলস্টেশন পরিদর্শন

মতিউরকে রক্ষায় মরিয়া প্রশ্রয়দাতা প্রভাবশালীরা

জগন্নাথপুরে বালু ব্যবসা নিয়ে বিরোধ, পরিকল্পনা মন্ত্রীর হস্তক্ষেপে থানায় নিস্পত্তি 

শ্রীপুরে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা; ছাত্রলীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলা

জগন্নাথপুরে হিল সামাজিক সংগঠনের উদ্যােগে স্বাবলম্বিকরণ প্রকল্প ও সংবর্ধনা সভা 

কুলিয়া ইউনিয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায়