![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
এনামুল হক ছোটন : ক্রীড়া অধিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি (২০২৪-২৫) এর আওতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ২৭ নভেম্বর বিকেলে ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শিহাব উদ্দিন আহম্মদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রান্ত স্পেশালাইজড হাসপাতাল ও ডায়াগনস্টিক ব্যবস্থাপনা পরিচালক মনসুর আলম চন্দন। জেলা ক্রীড়া অফিসার আল-আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলের বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি
মোঃ সফিক উল্লাহ। এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রণিত অতিথি হিসেবে অনেকেই উপস্থিত ছিলেন। ক্রীড়া প্রতিযোগিতা শেষে যেমন খুশি তেমন সাজো সহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ক্রীড়া প্রতিযোগিতায় ৫ টি ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়দের মাঝে সনদ ও মেডেল বিতরণ করেন অতিথিবৃন্দ।