এনামুল হক ছোটন : ময়মনসিংহে আজ দুপুরে ভূয়া ইউএনও পিতা পরিচয়ে একজন আটক হয়েছেন। তার নাম অর্ণব সরকার। ময়মনসিংহ সদর উপজেলা অফিসে দুপুরে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামকে একজন মধ্যবয়স্ক লোক টাই ও শো পরে প্রাইভেট নিয়ে এসে পরিচয় দেয় তিনি একজন ইউএনও পিতা এবং এলজিডি অফিসের চীফ ইন্জিনিয়ার। পরে তিনি প্রতিবন্ধী কার্ড জন্য তদবির করেন। এ সময় তার সামগ্রিক বিষয় দেখে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম এর সন্দেহ হয়। তিনি পরে তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলে সে স্বীকার করে এসব পরিচয় দিয়ে চলেন। খোঁজ নিয়ে জানতে পারেন তার সব পরিচয় ভূয়া। এ রকম ভুয়া পরিচয়ে আরও কোন চাঁদাবাজি সহ আরও কোন ক্রাইম করেছেন কি না তা সত্যতা যাচাইয়ের জন্য পরে তাকে কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম জানান, তার পরিচয় শুনে আমার সন্দেহ হয় এবং ভালো করে জিজ্ঞেস করে তার প্রমাণ পাই। ওনি মধ্যবয়স্ক লোক তাই ওনাকে আমি থানা পুলিশের হেফাজতে পাঠিয়ে দিয়েছি। দেশের এই পরিস্থিতিতে যেন সবাই সচেতন হয় কিংবা এসব ভূয়া পরিচয়ে কোন চাঁদাবাজি বা অপরাধ না হয়। এজন্য পুলিশকে তার বিরুদ্ধে আরও ভূয়া পরিচয়ে কোন চাঁদাবাজি মামলা বা চাঁদাবাজি ঘটনা আছে কিনা তা যাচাই এর জন্য বলে দিয়েছি।