![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
সাবরিনা জাহান, বিশেষ প্রতিনিধি : গাজীপুর মহানগরীর গাছায় থানাধীন সাবেক গাছা ইউনিয়ন পরিষদ বোর্ড বাজারে বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের অফিস উদ্বোধন করা হয়েছে। অফিস উদ্বোধন শেষে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা, কোটা সংস্কার আন্দোলনে সকল আহতদের আশু সুস্থতা ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।
সোমবার (১৯আগস্ট) সন্ধ্যায় গাছা থানা বিএনপির সভাপতি মোঃ মনিরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে ও গাছা থানা বিএনপির সহ-সভাপতি এসএম নাঈমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, গাছা থানা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, গাছা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ আঃ জব্বার সরকার, যুগ্ম সম্পদক সফিকুল ইসলাম খান, ৩৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হাসেম, ওলামাদলের সভাপতি মাও: আব্দুল মোমেন, যুবদল সদ্স্য সচিব ইফতেখার আহম্মদ রিপন, যুবদল যুগ্ন আহ্বায়ক আব্দুল সালাম ভূইয়া, যুবদল নেতা শাহরুখ খৈয়াম মুন্না, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইদ্রিস খান, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ শফিক খান, মোঃ বাসির উদ্দিন, মোঃ আউয়াল সরকার, ছাত্রদল নেতা আলিফ শাহীন মিয়া ও কাজী রহিম প্রমুখ।
বক্তারা তাদের বক্তৃতা বলেন, আমরা দীর্ঘদিন এক স্বৈরশাসকের কবলে ছিলাম,আল্লাহর রহমতে ছাত্র ও জনতার এক গণঅভ্যুত্থানে আমরা দ্বিতীয় স্বাধীনতার স্বাদ পেয়েছি।আমরা পত্রিকা ও টেলিভিশনের মাধ্যমে জানতে পেরেছি এ সরকারের সীমাহীন দুর্নীতি, নির্যাতন, অত্যাচারের নির্মমতার খবর। বিশেষ করে এক “আয়না ঘরের”অত্যাচারের খবর শুনলেই গা শিউরে ওঠে। মানুষ কিভাবে পারে এমন নির্দয় হতে।
বক্তার আরো বলেন, এই গণঅভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য এখনো ষড়যন্ত্র হচ্ছে, আপনারা সবাই সজাগ থাকবেন জনগণের বিজয় যেন কেউ কেড়ে নিতে না পারে।