![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
স্টাফ রিপোর্টার: নওগাঁর রাণীনগরে উন্নয়ন কার্যক্রমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অর্ন্তভূক্তি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার রাণীনগর প্রেস ক্লাব মিলনায়তনে ওয়েভ ফাউন্ডেশন এই সভার আয়োজন করে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্পের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশন এই কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। তারই ধারাবাহিকতায় অনুষ্ঠিত সভায় উপজেলা এ্যাডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি প্রভাষক দেওয়ান মতিউর রহমানের সভাপতিত্বে ও ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সহকারি সমন্বয়কারী সুদীপ কুমার ঘোষের সঞ্চালনায় সমাজের বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিরা অংশগ্রহণ করে।
এছাড়াও কমিটির সকল সদস্য, উপজেলা সহায়ক মিনহাজুল করিম প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সম্প্রদায় ও তৃতীয় লিঙ্গের মানুষসহ পিছিয়ে পড়া মানুষদের কিভাবে বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে সম্পৃক্ত করে সমাজের মুল ধারায় আনা যায় এবং বিভিন্ন সমস্যার সমাধান কিভাবে করা যায় সেই বিষয়গুলো নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।