![](https://bd-sokal.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক :
সাতক্ষীরার কালিগঞ্জের নলতা ইউনিয়নের বিল কাজলা (বেলেডাঙ্গা) গ্রামের ইসরাইল নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৪ জানুয়ারি (শুক্রবার) রাত পৌনে ১১টা থেকে তার সন্ধান মিলছে না।
পারিবারিক সূত্রে জানা যায়, নলতার বিল কাজলা গ্রামের এবাদুল ইসলাম গাজীর পুত্র ইসরাইল গত শুক্রবার (২৪ জানুয়ারি) রাত্র ১০টায় ৪৫ মিনিটে দেবহাটা উপজেলার খলিসাখালি থেকে কে বা কাহারা উঠিয়ে নিয়ে যায়। তারপর থেকে বিভিন্ন যায়গায় খোঁজাখুজির তার সন্ধান এখনো পর্যন্ত মেলেনি। তার ব্যবহৃত মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের বিষয়ে সাধারণ ডায়েরির প্রস্তুুত চলছিলো বলে পারিবারিক সুত্রে জানা যায়।